Urban Campaign
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরাসরি বাস্তবায়নাধীন দাতা সংস্থা এডিবির অর্থায়নে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পযার্য়ের,পার্টনারশীপ এলাকা – ৩, গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন বেসরকারী ” সংস্থা প্রগতি সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ও পরিবার পরিকল্পনা সংস্থা (পিএসকেপি এন্ড পিপিএস)।
আজ রোজ সোমবার ০৪/১১/২০২৪ইং আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ম্যাডাম, ইডি ম্যাডাম এবং এ্যাডভাইজার ম্যাডামের উপস্থিতিতে নগর মাতৃসদনে ID CARD বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ম্যাডাম সেন্টারে প্রতিনিধি ও প্রকল্প অফিসের সকলকে নিজ হাতে ID CARD পরিয়ে দেন এবং সেন্টারে সকল স্টাফের ID CARD সেন্টারের প্রতিনিধির হাতে তুলে দেন। তাই আমরা শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ম্যাডামের আন্তরিকতা ও মহানুভবতা জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
————- ধন্যবাদ ————